এসএসসি পরীক্ষার্থী জনি হত্যা মামলার আসামি গ্রেফতার
মোহাম্মদ আব্দুল মুহিন (শিপন) হবিগঞ্জ
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ২:০৮ পিএম

গ্রেফতারকৃত সাজু মিয়া
হবিগঞ্জ জেলা শহরের প্রধান ডাকঘর এলাকার বাসিন্দা এসএসসি পরীক্ষার্থী জনি দাস খুনের চার দিনের মাথায় সাজু মিয়া (৩২) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৭ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সাহাবুদ্দিন শাহীন। এর আগে ভোর রাতে শহরের জালালাবাদ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আসামি সাজু মিয়া শহরের নাতিরাবাদ এলাকার ভাড়াটিয়া বাসিন্দা। সে আজমিরগঞ্জ উপজেলা শিবপাশা গ্রামের মৃত হুসমান মিয়ার পুত্র।
এর আগে শনিবার (৫ জুলাই) বিকালে হবিগঞ্জ সদর মডেল থানায় নিহত জনির বাবা নরধন দাস বাদী হয়ে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।
এর আগে গত বৃহস্পতিবার ভোরে চোরকে ছিনে ফেলা জনিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অজ্ঞাত চোর। জনিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কেকে/এএস