শুক্রবার, ২২ আগস্ট ২০২৫,
৭ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শিরোনাম: শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই আইনি ব্যবস্থা      কুমিল্লায় লরির নিচে চাপা পড়ে একই পরিবারের ৪ জন নিহত      ড. ইউনূসের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ      ইসরাইলি হামলায় গাজায় ২৪ ঘণ্টায় আরো ৭০ ফিলিস্তিনি নিহত      ফের পিএস বিতর্কে আসিফ      ভাগ পেতেন ডিসি-এসপিরাও      রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই      
রাজনীতি
গণতন্ত্র মঞ্চের নেতাদের দাবি
বর্তমানে দেশের বাজার পরিস্থিতি বেসামাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৭:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বর্তমানে দেশের বাজার পরিস্থিতিকে বেসামাল হিসেবে আখ্যায়িত করে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে ক্ষোভ প্রকাশ করেছে গণতন্ত্র মঞ্চ। জোটের নেতাদের দাবি, বাজার নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপের বিশেষ কোনো কার্যকারিতা দেখা যাচ্ছে না। অতি আবশ্যক খাদ্যপণ্য এখনও স্বল্প আয়ের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। বাজার নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহবান জানান তারা।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে তোপখানা রোড নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এসব কথা বলেন তারা। সভায় সরকারের ১০০ দিনের সামগ্রিক কাজকর্ম ও রাজনৈতিক পদক্ষেপসমূহ নিয়েও আলোচনা করা হয়।

সভায় প্রস্তাবে বলা হয়, যেসব পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার বা কমিয়ে আনা হয়েছে খুচরা বাজারে তারও কোনো প্রভাব নেই। পুরোনো মুনাফাখোর বাজার নিয়ন্ত্রণে এখনও বহাল তবিয়তে রয়েছে।

তাদের দৌরাত্ম্য কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারের সমন্বিত পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান মঞ্চের নেতারা। একইসঙ্গে টিসিবির তৎপরতায় জোগান বৃদ্ধি ও অভাবী পরিবারকে নগদ অর্থ প্রদানের উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানান তারা।

সভায় গৃহীত অপর এক প্রস্তাবে দেশে ডেঙ্গু পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একইসঙ্গে দেশের স্বাস্থ্যসেবার পরিস্থিতি নিয়েও শঙ্কা প্রকাশ করা হয়। প্রস্তাবে জরুরি সেবাখাতে মনোযোগী হতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় জনজীবনের সংকট সমাধানের দাবিতে ২৭ নভেম্বর ১১টায় পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের সমাবেশ করার সিদ্ধান্ত নেন।

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- মঞ্চের কেন্দ্রীয় নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছেই: গয়েশ্বর চন্দ্র রায়
মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা
অ্যাডভেঞ্চার ও প্রকৃতিপ্রেমীদের হাতছানি দিচ্ছে লাসুবন গিরিখাত
তিন চমকে এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা
মোহাম্মদপুরে আলোচিত কিশোর গ্যাং নেতা কালাচান গ্রেফতার

সর্বাধিক পঠিত

কুমিল্লায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
ভাগ পেতেন ডিসি-এসপিরাও
মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ উদ্ধার
ফের পিএস বিতর্কে আসিফ
নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ গ্রেফতার ২

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close