৪৪তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় বাজিমাত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। ২০১১ সালে প্রতিষ্ঠিত, দেশের অপেক্ষাকৃত নতুন বিশ্ববিদ্যালয় হলেও ৪৪তম বিসিএস-এ ববি থেকে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ১৮ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী, সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সুপারিশ প্রাপ্তিতে ৫ম এবং সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৮ম স্থানে রয়েছে ববি।
সুপারিশপ্রাপ্তদের মাঝে গণিত বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম, ইভান ইসলাম শান্ত, আল-আমিন, মেহদি হাসান আকাশ, সাঈদ উদ্দিন খান এবং মালিহা বুশরা শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
অর্থনীতি বিভাগের ইব্রাহিম হোসেন শিক্ষা ক্যাডার এবং জান্নাতুল মাওয়া অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। রসায়ন বিভাগের অরিন্দম দুর্জয় ও অরিন্দম কর্মকার এবং মার্কেটিং বিভাগের মো. সোহান ও গোলাম রব্বানী শাওন শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
ইংরেজি বিভাগের সাইফুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান নোমান, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মশিউর রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভগের মো. সৈকত শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
পদার্থবিজ্ঞান বিভাগের মো. আসাদুজ্জামান কারিগরি শিক্ষা (ইন্সট্রাকটর পদার্থ) এবং কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাইফ নিয়াজ ফ্যামিলি প্লানিং ক্যাডারে সুপারিপ্রাপ্ত হয়েছেন।
উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে ৩৮তম বিসিএসে ১ জন, ৪০তম-এ ৩/৪ জন, ৪১তম- ৯ জন, ৪৩তম বিসিএস-এ ১৪ জন সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। ৩৯ এবং ৪২তম বিশেষ বিসিএস হওয়ায় ববির কেউ আবেদন করতে পারেনি।
কেকে/এএস