জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়ল ওরফে জাহিদ মোড়লকে বহিষ্কার করেছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একইসঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারের তথ্য জানানো হয়।
ছবি : সংগৃহীত
চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থি নানা কর্মকাণ্ডের কারণে জাহিদ মোড়লকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যেই এ সিদ্ধান্ত অনুমোদন এবং কার্যকর করেছেন।
চিঠিতে আরো বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায়ভার দল বহন করবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের জাহিদ মোড়লের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে।