সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
দেশজুড়ে
বাঞ্ছারামপুরে এমপি সুজনের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৬:২৯ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুরের সাবেক সংসদ সদস্য ও তৎকালীন ছাত্রনেতা মরহুম শাহজাহান হাওলাদার সুজনের ২৪তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল করেছে উপজেলা বিএনপি ও গণসংহতি আন্দোলন। 

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১০ টায় সুজন স্মৃতি পরিষদ ও সকাল ১১ টায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্ধয়ক জোনায়েদ সাকি এবং ১২ টায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছে। 

এসময় সুজনের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন ও সুরা ফাতেহা পাঠ, দোয়া ও তাবারক বিতরণ করে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠন। শেষে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির উদ্যোগে সুজন স্মৃতি কলেজ মাঠে বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির প্রবীণ নেতা নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা সাবেক এমপি এমএ খালেক পিএসসি। 

এডভোকেট মীর হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম.ম ইলিয়াস, বিএনপি নেতা ভিপি নাজমুল হুদা, ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ, ভিপি মজিব, ইউনুস বিএসসি, মুসা হায়দার, একরাম হায়দার, কবীর হোসেন, শাহনেওয়াজ হাওলাদার প্রমূখ। 
এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রফিক শিকদারও শ্রদ্ধা জানান।

সাবেক এমপি এমএ খালেক পিএসসি বলেন, তুখোড় ছাত্রনেতা শাহজাহান হাওলাদার সুজন ১৯৯৪ সালের উপনির্বাচনে ও ফেব্রুয়ারি ১৯৯৬ সালের নির্বাচনে (পরপর দুইবার) ব্রাহ্মণবাড়িয়া-৬-বাঞ্ছারামপুর আসন থেকে ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালের ৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্ত্বরের পাশে পাওয়া গেল রূপসদী গ্রামের ক্ষণজন্মা কৃতি সন্তান সুজনের লাশ। আজ ২০২৪ সালেও পাওয়া গেল না তার হত্যাকারীদের আসল পরিচয়, ধোঁয়াশাপূর্ণ তার হত্যাকারীদের ইতিহাস। বিএনপি আগামীতে ক্ষমতায় এলে সুজন হত্যাকারীদের বের করে বিচার করা হবে।

বিএনপির অন্যান্য নেতারা তাদের বক্তব্যে বলেন, নিন্দুকেরা সুজনের প্রাণ নিয়েছে ঠিকই কিন্তু কেড়ে নিতে পারেনি তার জীবন ও কর্মের প্রেরণা, এ প্রেরণাই তাকে বাঁচিয়ে রাখবে হাজারো মনে, প্রাণে, গানে, যুগে যুগে। তাই, সাবেক এমপি সুজন আমাদের প্রেরণা, সুজনের স্মৃতি ও পরিবারের প্রতি সকলেই সুবিচার করে যাবে, এই প্রত্যাশা করি। সুজন নামটি অজর অমর অক্ষয়, সুজন বিএনপি ও ধানের শীষের প্রতীক, সুজনের জীবন ও কর্ম জাতীয়তাবাদী আদর্শ অনুসারীদের প্রেরণা। 

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্ধয়ক জোনায়েদ সাকি বলেন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে অনন্য ও বলিষ্ঠ ভূমিকার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। অসাধারণ বাগ্মিতার জন্য সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে অত্যন্ত স্নেহ করতেন, বিভিন্ন জায়গায় সফর সঙ্গী নিতেন। তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানও তাকে ভাইয়ের মত স্নেহ করতেন। সমসাময়িক নেতৃবৃন্দ, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খিদের মুখে তার গল্প শোনা যায়।

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close