যারা পুরোনো বন্দোবস্ত, দখলদারিত্ব ও সন্ত্রাসের রাজনীতি ফিরিয়ে আনবে, তাদের পরিণতিও হাসিনার মতো হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নীলফামারী জেলা শহরে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের কথা বলে মূলা ঝুলানো হচ্ছে। আমরা ধোঁকাবাজিতে বিশ্বাস করব না। আমরা অবশ্যই নির্বাচন চাই, নির্বাচিত সরকার চাই। কিন্তু অবশ্যই শেখ হাসিনাসহ সব হত্যাকারীকে বিচারের আওতায় আনতে হবে আগে।
তিনি বলেন, আমরা বলেছি, রাষ্ট্রের মৌলিক সংস্কার হতে হবে আগে। সংস্কারের মধ্য দিয়েই নির্বাচনের দিকে যেতে হবে।
আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহিদ মিনারে মহাসমাবেশে জুলাই ইশতেহার প্রকাশ করা হবে জানিয়ে এনসিপির এ নেতা বলেন, জুলাই আন্দোলনে জনআকাঙ্ক্ষার বাস্তবায়নে মুজিববাদী সংবিধান ছুড়ে ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। এটা আমাদের অঙ্গীকার।
জুলাই আন্দোলনের ফলে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলেই আজ নতুন দল ঘোষণা করতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
কেকে/এএম