হবিগঞ্জ পৌর শহরের দেয়ানত রাম সাহার বাড়ি এলাকায় নিজবাসায় ছুরিকাঘাতে জনি দাস (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় গুরুতর আহত হয়েছেন তার বড় ভাই।
বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। নিহত জনি দাস ওই এলাকার নর্ধন দাসের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ ভোরবেলা বাসায় চোর ঢোকে এবং জনি দাস চোরকে ধরে ফেলে। এ সময় দুজনের মধ্যে ধস্তা-ধস্তি হয়। একপর্যায় চোর ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে গুরুতর আহত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে ওই চোর তার বড় ভাইকে ছুরি দিয়ে হামলা করে পালিয়ে যায়। আহত দুই ভাইকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হবিগঞ্জ মডেল থানার তদন্ত ওসি সজল সরকার জানান, চোরকে ধরে ফেলায় ছুরিকাঘাতের কবলে পড়তে হয়েছে দুই ভাইকে। পরে তাদের হাসপাতালে নিলে জনি দাস মৃত্যুবরণ করেন। আমরা তদন্তে নেমেছি। শিগগিরই হত্যাকারীকে গ্রেফতার করা হবে।
কেকে/এএস