পুরান ঢাকার মাকুরশাহ মাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী মোরশেদ আলম তানিম (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঘটনাটি ঘটে সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে। পরে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।
তানিমের বাবা তারেক ফিরোজ আলম জানান, সেদিন রাতে বাসায় ফেরার সময় মাজারের সামনে পৌঁছালে দুই ছিনতাইকারী তার পথ আটকায়। মোবাইল ফোন ছিনিয়ে নিতে চাইলে বাধা দেয় তানিম। তখনই এক ছিনতাইকারী তানিমের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পথচারীরা গুরুতর আহত অবস্থায় প্রথমে মিটফোর্ড হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে যান তানিমকে। প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে নেওয়া হলেও পরদিন অবস্থার অবনতি হলে আবার হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।
নিহত তানিম পুরান ঢাকার বংশাল এলাকার নূর বক্স লেনের বাসিন্দা। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুরার বামনী গ্রামে। তিনি আহমেদ বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। দুই বোন, এক ভাইয়ের মধ্যে তানিম ছিলেন সবার বড়।
চকবাজার থানার ওসি সৈয়দ আশরাফুজ্জামান জানান, ঘটনার বিষয়ে জানতে পেরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে তদন্ত চলছে।
এ ঘটনার পর পুরান ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, মাকুরশাহ মাজার সংলগ্ন এলাকা রাতে অপরাধীদের গোপন বিচরণক্ষেত্র হয়ে ওঠে।
কেকে/এএম