জুলাই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পুলিশ সদস্যের আপত্তিকর পোস্ট করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে নয়টা থেকে কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে পুলিশ লাইন্সের সামনে বিক্ষোভ করছেন তারা।
তাদের দাবি,যতক্ষণ পর্যন্ত ওই পুলিশ সদস্যকে গ্রেফতার করে আইনের আওতায় না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত মহাসড়ক থেকে ছেড়ে যাবেন না।
সরেজমিন গিয়ে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুলিশ লাইন্সের সামনে কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। তারা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এ সময় সড়কের উভয় পাশে বাস ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকে রয়েছে।
জানতে চাইলে বৈষমবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান জানান, কুষ্টিয়া ট্রাফিক পুলিশের এক সদস্য ফারজুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার আইডিতে জুলাই নিয়ে খুবই আপত্তিকর শব্দ ব্যবহার করে পোস্ট করেছে। বিষয়টি নজরে আসার পর তাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করা হচ্ছে। গ্রেফতার না করা পর্যন্ত এই বিক্ষোভ চলবে।
রাত সাড়ে দশটা পর্যন্ত অবরোধ বিক্ষোভ চলছিল। এদিকে রাত দশটার কিছু সময় আগে জেলা পুলিশ ফেসবুকে একটি পোস্ট করে। তাতে লেখা রয়েছে, ‘জুলাই অভ্যুত্থানবিরোধী মন্তব্য করায় জেলা পুলিশ ট্রাফিকে কর্মরত কনস্টেবল ফারজুল ইসলামের ছুটি বাতিল করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।পাশাপাশি এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
ইতোমধ্যেই জেলা পুলিশ কুষ্টিয়ার পুলিশ লাইন্সসহ সকল ইউনিটে জুলাই অভ্যুত্থানবিরোধী ও রাষ্ট্রবিরোধী সংক্রান্তে কোন মন্তব্য পোস্ট না করার জন্য জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে। এর ব্যত্যয় হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/এআর