পত্নীতলায় অসদুপায় অবলম্বনের দায়ে ২ পরীক্ষার্থী বহিষ্কার
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৫:২০ পিএম আপডেট: ০১.০৭.২০২৫ ৫:৫২ পিএম

ছবি : প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় আলিম পরীক্ষার কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার।
মঙ্গলবার (১ জুলাই ) সকালে নজিপুর সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে তাদের বহিষ্কার করা হয়। তারা দুজনই গগনপুর মাদরাসার ছাত্র।
কেন্দ্র সচিব সানাউল্লাহ নূরী বলেন, মঙ্গলবার এ কেন্দ্রে বাংলা ২য় পত্র পরীক্ষায় ২১৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। ২জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আলীমুজ্জামান মিলন বলেন, নজিপুর মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
কেকে/ এমএস