জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি আজ থেকে শুরু। চলবে ৩০ জুলাই পর্যন্ত। জুলাই আন্দোলনে আহত, শহিদ পরিবার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেশের ৬৪ জেলায় ভ্রমণ করবেন এনসিপি নেতারা।
মঙ্গলবার (১ জুলাই) রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদের কবর জেয়ারতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হবে। এদিন গাইবান্ধা এবং রংপুরে পথসভা করার কথা রয়েছে।
এর আগে গত রোববার (২৯ জুন) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এই কর্মসূচি ঘোষণা দেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
নাহিদ বলেন, শহিদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে দেশের ৬৪টি জেলায় দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। সাধারণ ছাত্র-জনতার সঙ্গে কথা বলব, জুলাইয়ে তাদের আকাঙ্ক্ষার কথা শুনব। জুলাইকে সাধারণ মানুষের কাছে নিয়ে স্মরণ করতেই এই কর্মসূচি।
তিনি বলেন, এনসিপি এবং অভ্যুত্থানের নেতাদের সবাই একসঙ্গে এই পদযাত্রা শুরু করবে। নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্র পুনর্গঠনের কাজটি এখনো চলমান। সেই দেশ গড়তেই আমাদের এই জুলাই পদযাত্রা।
কেকে/এআর