চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩০ জুন) রাত ৮টায় দিকে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতদের মধ্যে ২ নারী, ৩ শিশু ও ২ জন পুরুষ রয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনে বেনীপুর বিওপির সুবেদার শরাফত আলীর নেতৃত্বে একদল বিজিবি সদস্য সোমবার দুপুর দেড়টার দিকে সীমান্ত পিলার ৬১/১৪-এস হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের আছের আলীর মেহগনি বাগানের ভেতর অভিযান পরিচালনা করে। এসময় মেহগনি বাগানের ভেতর থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে ৩জন শিশু, ২জন নারী এবং দুজন পুরুষ রয়েছেন। তাদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।
আটক ২ জন পুরুষ হলেন- কক্সবাজারের চকরিয়া থানার লক্ষ্যারচর গ্রামের ভাগ্যধর দাসের ছেলে রবিন দাস (২৬) এবং একই থানার বিবিরখেল জেলেপাড়া গ্রামের জয় দাসের ছেলে শুভ কান্তি দাস (৪৪)।
মহেশপুর (৫৮) ব্যাটালিয়ন বিজিবির সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমান জানান, আটককৃতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, বিজিবি সদস্যরা সোমবার বিকালের দিকে ৭ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারীকে থানায় সোপর্দ করেছে।
কেকে/ এমএস