জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আসন্ন ৪২ তম সিনেট অধিবেশনকে আওয়ামী ‘দোসরমুক্ত’ করার দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা।
শুক্রবার (২৭ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ কামরুল আহসানের নিকট এ স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।
স্মারকলিপিরে বলা হয়েছে, 'আগামীকাল অনুষ্ঠিতব্য বাৎসরিক সিনেট অধিবেশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সভা। উক্ত সভায় নির্ধারিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ।'
সেখানে আরো বলা হয়, 'জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে দাড়িয়ে, হাজারো ছাত্র-জনতার রক্তের উপর শপথ নেওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও সিনেটের মতো একটি গুরুত্বপূর্ণ ও পবিত্র জায়গাকে আওয়ামী দোসরমুক্ত করেনি। আমরা অত্যন্ত বিষ্ময়ের সাথে লক্ষ্য করছি যে, অনুষ্ঠিতব্য সিনেট অধিবেশনে সেসব আওয়ামী দোসর, যাদের হাতে লেগে আছে ছাত্র-জনতার রক্ত, তারাও আমন্ত্রণ পেয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন হতে। আমরা এ ও লক্ষ্য করছি যে, সিনেট সদস্যপদ হতে আওয়ামী দোসরদের অপসারনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন দৃশ্যমান পদক্ষেপ নেই। এতে, প্রশাসনের সাথে এ সমস্ত আওয়ামী দোসরদের কোন আপোষ ও আতাঁত হয়েছে কিনা তা নিয়ে আমাদের ভাবতে বাধ্য করছে।'
অধিবেশনকে প্রহসন আখ্যা দিয়ে তারা আরো বলেন, 'আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সচেতন শিক্ষার্থীরা মনে করছি যে, আওয়ামী দোসরদের সচেতনভাবে অন্তর্ভুক্ত করে আয়োজিত এই সিনেট অধিবেশন গণঅভ্যুত্থানের চেতনার সাথে প্রতারণার শামিল। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এ সমস্ত আওয়ামী দোসরদের অংশগ্রহনের সিনেট অধিবেশন কোনভাবেই জাহাঙ্গীরনগরের সচেতন শিক্ষার্থীরা মেনে নিবে না।'
শিক্ষার্থীদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, 'অনতিবিলম্বে সিনেট সদস্যদের মধ্যে থাকা আওয়ামী দোসরদের অপসারনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে এই সিনেট অধিবেশন কোনভাবেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে দেওয়া হবে না।
কেকে/এআর