সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ      হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, প্রথম দফায় ৭ জিম্মি হস্তান্তর      ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      
প্রিয় ক্যাম্পাস
জাতীয় স্কুল দলগত দাবায় সাউথ পয়েন্ট স্কুল চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১২:৩২ পিএম আপডেট: ২৬.০৬.২০২৫ ১২:৪৩ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় ‘জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং’ ২০২৫-এর অংশ হিসেবে এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় জাতীয় স্কুল দলগত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মালিবাগ ‘এ দল’ ৬ খেলায় সর্বোচ্চ ১২ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ও সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মালিবাগ ‘বি দল’ ৬ খেলায় ১০ পয়েন্ট পেয়ে রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মালিবাগ এ দলের পক্ষে অংশগ্রহণ করেন সিয়াম চৌধুরী, রায়ান রশিদ মুগ্ধ, নারী ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু ও মাস্টার নীলাভা চৌধুরী। বি দলের পক্ষে অংশগ্রহণ করেন যথাক্রমে মো. তাহসিনুল হক জোহেব, মুহতাদি তাজওয়ার নাশিদ, জোয়েনা মেহবিশ ও আবরার রিয়াজুল আহনাফ মোহাম্মদ।

এ দিকে ৮ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান লাভ করে গভর্মেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। এই দলে অংশ নেন দেবলীন সরকার, নৈবেদ্য শ্রেয়ান সাহা, রাফিদ আরিয়ান শুদ্ধ ও এস এম আবিদ বিন গাফ্ফার আবির। ৬ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ ইভেন্টের চূড়ান্ত পর্বে ১৬ টি আঞ্চলিক পর্বের বাছাইকৃত ৩৪ টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে কম্পিউটার প্রোগ্রামিং, দাবা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব ফয়েজ আহমদ তৈয়ব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জনাব শীষ হায়দার চৌধুরী, এনডিসি ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সাবেক সচিব সৈয়দ সুজাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ মেহেদী হাসান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের পরিচালক অধ্যাপক ড. বি এম মাইনুল হোসেনও এ সময় উপস্থিত ছিলেন।

একই স্কুলের দুটি দলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়ার গৌরব অর্জনের ব্যপারটি বাংলাদেশের দাবা অঙ্গনে এক বিরল দৃষ্টান্ত। এ দিকে মার্কিন যুক্তরাস্ট্রে আগামী ২ হতে ৭ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠেয় ওয়ার্ল্ড স্কুল দাবায় অংশগ্রহণ করতে যাচ্ছে চ্যাম্পিয়ন সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগ শাখা এ দল। অভাবনীয় এসব অর্জন তথা সাফল্যের জন্য সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইন্জিনিয়ার এম এ রশিদ প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল মো. শামসুল আলম, পিএসসি (অব.) ও সাউথ পয়েন্টের খুদে দাবাড়ু ও সংশ্লিষ্ট অভিভাবকবৃন্দসহ সকলকে আন্তরিক অভিনন্দন জানান।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

টেকসই উন্নয়নে এনজিওগুলোর সক্ষমতা বৃদ্ধির তাগিদ
পলাশে দেশবন্ধু পলিমারে শ্রমিক বিক্ষোভ ‎
পোরশায় আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে ডাকাতি
আটঘরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
লামায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সর্বাধিক পঠিত

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বিশ্ব ব্যর্থতা দিবস আজ
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ
বাঞ্ছারামপুরে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার
শীর্ষ মানবপাচার চক্রের মূল হোতা আটক

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close