গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ছেলের চোখের সামনে মধ্যবয়সী এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে শ্রীপুর - গোসিংগা আঞ্চলিক সড়কের শ্রীপুর সরকারি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহত মোর্শেদা বেগম (৫০) শ্রীপুর পৌরসভার বাঘমারা গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী। নিহতের পুত্র সাইদুল ইসলাম জানান,দুপুর সাড়ে বারোটার দিকে আমার মা রাস্তা পার হয়ে আমার দোকানে আসছিল। এ সময় শ্রীপুরগামী বাঁশভর্তি টমটম পিছনদিক থেকে চাপা দেয়। চোখের সামনেই মায়ের দুর্ঘটনা হল কিছুই করতে পারলাম না। পরে বুঝতে পেরেছি ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়েছে।
শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শরীফ হোসেন জানান, দুর্ঘটনায় পতিত মহিলাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান দুর্ঘটনার খবর শুনামাত্র পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এআর