উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বেসরকারি টেলিভিশন যমুনা টিভির সাক্ষাৎকারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে জড়িয়ে করা মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুরাদনগরের সর্বস্তরের জনগণ।
মঙ্গলবার (২৪ জুন) বিকালে কুমিল্লার মুরাদনগর সদরে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে নারী পুরুষ হিন্দু মুসলিমসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে। এ সময় তারা অবিলম্বে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করে স্লোগান দেন।
মুরাদনগরের সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন- সাবেক মন্ত্রী কায়কোবাদ শুধু বিএনপির কেন্দ্রীয় নেতা ই নয়, তিনি মুরাদনগরের মাটি ও মানুষের নেতা। দলীয় সমর্থনের বাহিরেও সাধারণ মানুষদের কাছে তিনি একজন জনপ্রিয় অভিভাবক। অথচ উপদেষ্টা আসিফ একজন বর্ষীয়ান রাজনীতিবিদকে নিয়ে মিথ্যা অপপ্রচার করছে।
মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক বলেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে নতুন নেতারা আলোচনায় আসতে চায়। আমাদের মুরাদনগরের সর্বাধিক জনপ্রিয় নেতাকে নিয়ে আসিফের অপপ্রচার জনগণকে অবাক করেছে।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়া বলেন, তরুনরা রাজনীতি করতে এসেছে আমরা স্বাগতম জানিয়েছি কিন্তু আসিফদের শিষ্টাচার বহির্ভূত বক্তব্য জাতিকে হতাশ করেছে। শেখ হাসিনার আচলের নিছে থেকে এরা রাজনীতির নামে ফ্যাসিবাদের প্রশিক্ষন নিয়েছে। এখন ফ্যাসিষ্ট হিসেবে নিজেদের উপস্থাপন করছে।
এসময় বক্তারা আসিফ মাহমুদকে উদ্দেশ্য করে বলেন, রাজনীতি করতে হলে উপদেষ্টা পদ ছেড়ে আসো। জনগণের সাথে মিশো। ক্ষমতার অপব্যবহার করে জনগণের জনপ্রিয় নেতাকে নিয়ে ষড়যন্ত্র করলে জনগণ দাঁতভাঙ্গা জবাব দেবে।
কেকে/ এমএস