নোয়াখালী হাতিয়ার মেঘনায় তলা পেটে যাত্রীবাহী স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এতে ২৮ জনকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা।
সোমবার (২৩ জুন) বিকালে উপজেলার নলচিরা-চেয়ারম্যান ঘাট রুটের বউবাজার এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
জীবিত উদ্ধার হওয়া যাত্রী পল্লি চিকিৎসক নাহেদুল ইসলাম ফয়সাল জানান, ২৭ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি চেয়ারম্যান ঘাট থেকে ছেড়ে আসে। এটি বৌ বাজার এলাকায় পৌঁছালে বোটের তলা পেটে পানি ঢুকে যায়। পরে যাত্রীরা স্থানীয়দের সহযোগিতায় সাঁতরিয়ে তীরে উঠে আসে।
তিনি অভিযোগ করে বলেন, বোটটিত অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে এই দুর্ঘটনা ঘটে। যাত্রী ওঠানোর সময় একাধিকবার বোট চালককে অতিরিক্ত যাত্রী বহনে নিষেধ করা হলেই তিনি শুনেননি।
দুর্ঘটনার কবলে পড়া যাত্রী জনি আলম বলেন, আমি আমার বোনসহ ২৮ জন যাত্রী হাতিয়া আসতে ছিলাম। প্রথম থেকেই আমরা ড্রাইভারকে বারবার সতর্ক করেছি। তারা এ বিষয়ে কোনো কর্ণপাত করেনি। স্পিডবোটের কোনো ফিটনেস ছিল না, ছিল না জীবন রক্ষার কোনো সরঞ্জাম, এ সকল রুটে চলা স্পিডবোট মালিকদের কাছে আমাদের জীবন পুতুলের মতো, ফিটনেসবিহীন এসব স্পিডবোটের বিরুদ্ধে প্রশাসন হস্তক্ষেপ না করলে দ্বীপের মানুষের জীবন ঝুঁকির মধ্যে থাকবে।
এ বিষয়ে নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, স্পিডবোটটি নদীর তীরে এসে দুর্ঘটনার কবলে পড়ে। যাত্রী ও চালক সবাই জীবিত উদ্ধার হয়েছে।
কেকে/এএম