নীলফমারীতে অনলাইন ভিসা প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার (২৩ জুন) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের।
এর আগে, রোববার রাতে কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর এলাকার মনোয়ার হোসেনের ছেলে শাকিল, কহিনুর ইসলামের ছেলে রুজু ও রাজু এবং মুসরত বেলতলি এলাকার মুকুলের ছেলে আল আমিন।
ওসি জানান, অনলাইন ভিসা প্রতারণার শিকার শরিয়তপুর জেলার ডামুড্যা এলাকার নয়ন লিখিত অভিযোগ দিলে জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে।
নয়ন ১৯লাখ ১০হাজার টাকা প্রতারণার শিকার হন বলে জানান ডিবি ওসি।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, লিখিত অভিযোগের প্রেক্ষিতে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক আক্তার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। দুপুরে গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
কেকে/ এমএস