চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৭।
শনিবার (২১ জুন) রাত সাড়ে ৯টার দিকে রাউজান থানাধীন গহিরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা। আজ সকালে র্যাব-৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
গ্রেফতারকৃতরা হলেন, রাউজান কাজীপাড়া সুলতানপুর এলাকার মৃত আবুল মনসুরের ছেলে মো. শাখাওয়াত হোসেন (৩০) এবং নোয়াজিশপুর এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে মো. নাইম উদ্দিন (২৪)। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি রাইফেল দুটি ম্যাগাজিন এবং ছয়টি তাজা কার্তুজ জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং গুলি দিয়ে ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজি করে আসছিল তারা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের ও জব্দকৃত আগ্নেয়াস্ত্র রাউজান থানায় হস্তান্তর করা হয়।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, র্যাব-৭ এর হাতে গ্রেফতারকৃত দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।
কেকে/এএস