রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা, অ্যাকাডেমিক ও প্রশাসনিক সংস্কার, শিক্ষক নিয়োগ পদ্ধতির সংস্কারসহ ২০ দফা দাবিতে ১২৫ প্রস্তাবনা তুলে ধরেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। এসব দাবির বাস্তবায়নে আগামী তিন দিনের মধ্যে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
রোববার (২২ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটি। পরবর্তীতে সংগঠনটির সদস্যরা একটি লিখিত স্মারকলিপি হস্তান্তর করে রাবি প্রশাসনের কাছে।
স্মারকলিপি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, আবাসন, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামোসহ মোট ২০টি খাতে এই প্রস্তাবনা পেশ করা হয়।
উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে—দীর্ঘমেয়াদি অ্যাকাডেমিক মাস্টারপ্ল্যান প্রণয়ন, পাঠ্যক্রমে আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে অগ্রাধিকার, আবাসন সংকটের স্থায়ী সমাধান, হলে নিরাপদ খাদ্য ও বিশুদ্ধ পানির ব্যবস্থা, ওয়াই-ফাই সংযোগ সম্প্রসারণ, চিকিৎসাকেন্দ্র আধুনিকায়ন, রাকসু নির্বাচন চালু, যৌন নিপীড়ন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ এবং অন-ক্যাম্পাস চাকরির সুযোগ সৃষ্টি।
এ সময় শিবিরের রাবি শাখার সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, জুলাইয়ের পর নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পরও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার হয়নি। ১০ মাস পেরিয়ে গেলেও প্রশাসনের ভূমিকা ছিল বেশিরভাগ ক্ষেত্রেই দায়সারাভাবে। তাই আমরা বাস্তবভিত্তিক সংস্কার প্রস্তাবনা দিয়েছি। আশা করি, প্রশাসন দ্রুত রোডম্যাপ প্রকাশ করবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রাবি শিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, দফতর সম্পাদক হাফেজ মেহেদী হাসান, প্রচার সম্পাদক নওশাজ্জামানসহ সংগঠনের প্রায় অর্ধশত নেতাকর্মী।
কেকে/এএম