নাটোরের গুরুদাসপুরে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্র ব্যবহার করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চারজনকে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনীর একটি টহল দল।
শুক্রবার (২০ জুন) রাতে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সুইচগেট সংলগ্ন চাঁচকৈড়-বিলদহর সড়কে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন—উপজেলার নাজিরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে বিপ্লব হোসেন, মোবারক হোসেনের ছেলে মো. মবিদুল ইসলাম, সিংড়া উপজলোর কালিনগর গ্রামের সালাম আলীর ছেলে মো. সুরুজ আলী ও হরদোমা গ্রামের রওশন আলীর ছেলে মনি আহমেদ।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ওই রাতেই চাঁচকৈড়-বিলদহর সড়কের একটি নির্জন স্থানে কয়েকজন ডাকাত অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। অভিযান চালিয়ে ঘটনাস্থল ঘিরে ফেললে ডাকাতরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, কয়েকটি দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ছিনতাইয়ের পরিকল্পনার কথা স্বীকার করেছে বলে সেনাবাহিনী জানিয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দ্রুত ও সফল অভিযানের জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।
কেকে/এআর