বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫,
৬ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
শিরোনাম: ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস      আবারো সংঘর্ষে ঢাকা-সিটি কলেজের শিক্ষার্থীরা      রাজসাক্ষী হতে চান পুলিশের উপপরিদর্শক শেখ আফজালুল      গাজা সিটি দখলে অভিযান শুরু ইসরায়েলের, নিহত ৮১      গ্যাস সংকটে ঝুঁকিতে বিনিয়োগ-রফতানি      মনোনয়নপত্র জমাদানে উৎসবমুখর পরিবেশ      
রাজনীতি
মাওলানা শেখ ফজলে বারী মাসউদ
বিএনপি না চাইলে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না এটা অযৌক্তিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৯:২৭ পিএম আপডেট: ২০.০৬.২০২৫ ৯:৪৫ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। বিএনপি চাইলে পিআর পদ্ধতিতে হবে, না চাইলে হবে না—এটা অযৌক্তিক কথা।

শুক্রবার (২০ জুন) রাজধানীর উত্তরের ঢাকা-১৬ ও ১৮ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী বাছাইয়ে তৃণমূল নেতাদের মতামত গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে সক্রিয় ছিল, মতামত দিয়ে এসেছে, জনমত তৈরি করেছে। এখন বিএনপি ব্যতীত প্রায় অধিকাংশ দল পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করছে। বিএনপি যদি ফ্যাসিবাদমুক্ত রাজনৈতিক চর্চা করে, তাহলে তারা পিআর পদ্ধতির বিরোধিতা করছে কেন—তা আমাদের বোধগম্য নয়।

ফজলে বারী মাসউদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলাম, দেশ ও মানবতার পক্ষে ইসলামপন্থিদের জন্য একটি ভোটবাক্স প্রস্তুত করার কার্যক্রম চলছে। এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য কতিপয় দল নির্বাচনী আশ্বাস দেওয়া শুরু করেছে, যা অতীতেও দিয়েছে, কিন্তু ফলাফল ছিল শূন্য। তাদের ষড়যন্ত্রে পা না দেওয়ার জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

ইসলামী আন্দোলনের এই নেতা আরো বলেন, শনিবার (২৮ জুন) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম সরকার ও দেশবাসীর উদ্দেশে নির্বাচন, বিচার ও সংস্কার বিষয়ে নতুন বার্তা প্রদান করবেন। তাই মহাসমাবেশে সকল শ্রেণি-পেশার মানুষ এবং রাজনৈতিক সচেতন ব্যক্তিদের অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহ ইফতেখার তারিক, আলহাজ আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মোস্তফা আল মামুন মনির, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মো. মাছউদুর রহমান, শরীফুল ইসলাম আরিফ, মুফতি আবদুল কুদ্দুস রশিদী, মুফতি আরমান হোসাইন, আলহাজ গোলাম মোস্তফা প্রমুখ।

এ সময় নগর উত্তর শাখার সহসভাপতি মাওলানা নুরুল ইসলাম নাঈম ও সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলামের নেতৃত্বে ঢাকা-১৫ ও ঢাকা-১১ আসনে পৃথকভাবে আরেকটি প্রার্থী বাছাই কার্যক্রম পরিচালিত হয়। টিমে ছিলেন কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুফতি ওয়ালী উল্লাহ, ডা. মুজিবুর রহমান, মুফতি নিজাম উদ্দীন, মুফতি হাবিবুল্লাহ, মুহাম্মাদ নাজমুল হাসান প্রমুখ।

কেকে/এএম
আরও সংবাদ   বিষয়:  বিএনপি   পিআর পদ্ধতি   নির্বাচন   ফজলে বারী মাসউদ   ইসলামী আন্দোলন বাংলাদেশ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান
আগামীকাল জমা হবে জকসু নীতিমালা, আগামী সপ্তাহে বিশেষ সিন্ডিকেট
ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপে মিলবে মেটলাইফের বিমা সুবিধা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
ভূমি অভিযোগ গ্রহণ ও নিস্পত্তিতে নাগরিকদের মতামত জানতে হবে: সিনিয়র সচিব

সর্বাধিক পঠিত

গ্যাস সংকটে ঝুঁকিতে বিনিয়োগ-রফতানি
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাজা সিটি দখলে অভিযান শুরু ইসরায়েলের, নিহত ৮১
নবীগঞ্জে সিএনজি পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ গাড়ি পুড়ে ছাই

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close