শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫,
১৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
শিরোনাম: কারওয়ান বাজার ও মগবাজারে অগ্নিকাণ্ড      নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি      শুক্রবার থেকে টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু      বন্যা-ভূমিধসে শ্রীলঙ্কায় নিহত ৪৪      দুদকের সামনে ককটেল বিস্ফোরণ      বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      
রাজধানী
গুড নেইবারস্ বাংলাদেশ ও জাগো নারীর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৮:০৩ পিএম

গুড নেইবারস্ বাংলাদেশ এবং বরগুনা নারী জাগরণ কর্মসূচির (জাগো নারী) ‘কোস্টাল হারমনি: রেজিলিয়েন্ট ইকোসিস্টেম, থ্রাইভিং কমিউনিটিস’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নের জন্য সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে স্বদেশ বর্ণালী আবশানে গুড নেইবারস্ বাংলাদেশ প্রধান কার্যালয় হলরুমে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়।

সমঝোতা স্মারকটিতে গুড নেইবারস বাংলাদেশের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক বার্টিন গোমেজ এবং জাগো নারীর পক্ষে প্রধান নির্বাহী হোসনে আরা হাসি স্বাক্ষর করেন।

এই অংশীদারিত্বের লক্ষ্য কমিউনিটি-নেতৃত্বাধীন সংরক্ষণ কার্যক্রমকে উৎসাহিত করা, জলবায়ু সহনশীলতায় নারীর নেতৃত্ব বৃদ্ধি করা এবং দুর্বল উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে বরগুনা ও পটুয়াখালীর জেলায়, অন্তর্ভুক্তিমূলক ও বাস্তুতন্ত্র-ভিত্তিক জীবিকার সুযোগ তৈরি করা।

গুড নেইবারস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বার্টিন গোমেজ বলেন, জাগো নারীর সঙ্গে এই অংশীদারিত্ব ইতিবাচক ও স্থায়ী পরিবর্তন আনার প্রতি আমাদের যৌথ প্রতিশ্রুতির একটি প্রমাণ। ‘কোস্টাল হারমনি’ প্রকল্পটি শুধু পরিবেশ সুরক্ষার জন্য নয়, বরং এটি এমন একটি ভবিষ্যৎ গড়ে তোলার জন্য, যেখানে উপকূলীয় সম্প্রদায়, বিশেষ করে নারী ও শিশুরা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে সমৃদ্ধি লাভ করতে পারবে। জাগো নারীর স্থানীয় জ্ঞান এবং সম্প্রদায়ের বিশ্বাস এই প্রকল্পের সাফল্য নিশ্চিত করতে অমূল্য সম্পদ হিসেবে কাজ করবে।

জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি এই অংশীদারিত্ব নিয়ে তার আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সমঝোতা স্মারকটি বরগুনা ও পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গুড নেইবারস বাংলাদেশের মতো একটি স্বনামধন্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে অংশীদারিত্ব জলবায়ু কার্যক্রমে নারীদের নেতা হিসেবে ক্ষমতায়ন এবং তাদের পরিবারের জন্য টেকসই জীবিকা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টাকে আরো বেগবান করবে। আমরা একসঙ্গে পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার এবং একটি সহনশীল সমাজ গঠনে কাজ করব।

কেকে/এএম
আরও সংবাদ   বিষয়:  গুড নেইবারস্ বাংলাদেশ   জাগো নারী   সমঝোতা স্মারক   
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কারওয়ান বাজার ও মগবাজারে অগ্নিকাণ্ড
নেতৃত্বের অযোগ্যতায় পিছিয়ে পার্বত্য চট্টগ্রাম: সাদিক কায়েম
কুমিল্লায় কাফনের কাপড় পরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ
সমাজ পরিবর্তনে যুব সমাজকে এগিয়ে আসতে হবে: তাওহিদুল ইসলাম
খুলনায় পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মতবিনিময়

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা
সোনাইমুড়ীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
খুলনায় পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মতবিনিময়

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close