কাপাসিয়ায় মহিলা দলের আলোচনা সভা বৃহস্পতিবার
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৪:৩৩ পিএম

ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক’ আলোচনা সভা বাস্তবায়ন উপলক্ষ্যে কাপাসিয়ায় মহিলা দল ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
বৃহস্পতিবার (৯ জুন) সকালে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক’ সভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে কাপাসিয়া সদরে অবস্থিত ‘মডিউল কনভেনশন সেন্টারে' ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
গাজীপুর জেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস।
গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান। অনুষ্ঠান পরিচালনা করবেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক গুলনাহার বেগম।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে জেলা মহিলা দলের অন্তর্ভুক্ত ৮টি ইউনিটের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্র জানায়। এছাড়া মহিলা দলের আলোচনা সভা উপলক্ষ্যে দলীয় নেতৃবৃন্দ কাপাসিয়া উপজেলা সদর রোডে বিভিন্ন ধরনের বর্ণাঢ্য ব্যানার ও ফেস্টুন টানিয়ে প্রদর্শন করেন।
কেকে/এএস