সৌদি আরবের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের রৌমারীতে একটি গ্রামে ঈদুল আজহা উদযাপিত হয়েছে।
শুক্রবার সকাল ৮টায় রৌমারী উপেজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।
রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামে ঈদের জামাতে ইমামতি ও খুতবা পাঠ করেন মো. হিজবুল্লাহ। তিনি বলেন, দীর্ঘ দিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এই গ্রামে মুসল্লিরা ঈদ উদযাপন করে আসছেন। ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা।
নামাজে আসা রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামের শাহানুর ইসলাম, রায়হান, শিপন, উল্লাস, সাদ্দাম ও নাজমুল জানান, তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে কোরবানির পশু জবাই করে ঈদুল আজহার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, স্থানীয় মুসল্লিরা সৌদির সঙ্গে মিল রেখে সকাল ৮টার দিকে ঈদ উদযাপন করেছেন। প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হয়েছে।
কেকে/ এমএস