২১তম বিসিএস প্রশাসন ফোরামের ২২ বছরপূর্তিতে বার্ষিক সাধারণ সভা ও বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ মে) ঢাকার আরপিএটিসিতে বার্ষিক সাধারণ সভা ও বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বর্ণিল এই আয়োজনে সভাপতিত্ব করেন ২১তম বিসিএস প্রশাসন ফোরামের সভাপতি বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব মো. আমজাদ।
প্রাণময় এই মিলনমেলায় উপস্থিত সকল সদস্যই একমত প্রকাশ করেন যে, একুশের বন্ধুত্ব থাকবে অটুট এবং আগামীর পথচলা হবে একসঙ্গে। সম্মিলিতভাবে সকল প্রতিকূলতা মোকাবিলা করা হবে। একুশতম ব্যাচের সদস্যরা জুলাই-আগস্ট চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের সার্বিক কল্যাণে নিবেদিত হয়ে কাজ করবে— এই দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
কেকে/এজে