ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (৩০ মে) বেলা ১১টার দিকে প্রশাসন ভবনের সামনে থেকে একটি শোক র্যালি বের হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে গিয়ে শেষ হয়।
এ সময় তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় সঙ্গে ছিলেন উপউপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক প্রমুখ।
প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জিয়া পরিষদ, ইউট্যাব, অনুষদ, হল, বিভাগ, ছাত্র সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে সুশৃঙ্খলভাবে ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন পর্ব শেষে বেলা সাড়ে ১১টার দিকে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ ছাড়াও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও শান্তি কামনায় পবিত্র কুরআন খতম এবং বাদ জুমা কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠাতা হিসেবে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী আয়োজন করেছে। তিনি ক্ষমতা দখল করেননি, বরং মানুষের দাবির পরিপ্রেক্ষিতে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে।
তিনি কাজ করেছিলেন মানুষের অর্থনৈতিক মুক্তির জন্যে, রাজনৈতিক মুক্তির জন্যে। জিয়াউর রহমান চেয়েছিলেন, স্বাধীনতার পরে প্রথম স্থাপিত এ ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি আধুনিক শিক্ষা ও ইসলামি শিক্ষার সমন্বয় হবে। আমরা আশা করছি, বর্তমানে যারা আছি, তার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারব।
কেকে/এএস