ঈদে আসছে জনপ্রিয় নির্মাতা এস আর মজুমদার পরিচালিত নতুন নাটক ‘গুড বয় ব্যাড লাক’। নাটকের গল্প লিখেছেন মুহম্মদ আবু রাজীন। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, কচি খন্দকার, ইশতিয়াক আহমেদ রুমেলসহ আরো অনেকে।
নাটকের কেন্দ্রীয় চরিত্র সালাম পরোপকার কিংবা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে না পেরে বারবার বিপদে পড়ে। এক সময় পরিস্থিতি এমন দাঁড়ায় যে, সমাজ তাকেই দোষী ভাবতে শুরু করে। অন্যদিকে যুথির বাবা ক্ষমতা লাভের লোভে মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে দিতে চান এক সুবিধাবাদী ব্যক্তির সঙ্গে। কিন্তু যুথি এ বিয়েতে রাজি নয়। এরই মধ্যে এগোতে থাকে নাটকের কাহিনি, তৈরি হয় টানাপড়েন ও মজার পরিস্থিতি।
নাটক প্রসঙ্গে নির্মাতা এস আর মজুমদার বলেন, আমার নাটকে চেষ্টা থাকে যেন অন্তত একটি বার্তা থাকে, যা দর্শকের ভাবনার জগতে কিছুটা হলেও পরিবর্তন আনতে পারে। নাটক থেকে হয়ত সরাসরি কিছু শেখা যায় না, তবে একজন সচেতন নাগরিক হিসেবে আমার দায়বদ্ধতা থেকে কিছু সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করি।
তিনি আরো বলেন, গল্পটি মূলত কমেডি নির্ভর হলেও এর মাধ্যমে ঘুষ, ক্ষমতার অপব্যবহার এবং যৌতুকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
‘গুড বয় ব্যাড লাক’ নাটকটি ঈদুল আজহার বিশেষ আয়োজনে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে। পরবর্তীতে এটি হিয়া মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রদর্শিত হবে।
কেকে/এএম