রৌমারী সীমান্তে আবারও পুশইনের চেষ্টা, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৯:২৬ এএম আপডেট: ২৯.০৫.২০২৫ ১০:৪৪ এএম

ছবি: প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে কিছু মানুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসীর বাধায় সাউন্ড গ্রেনেড (ককটেল) বিস্ফোরণ ঘটিয়ে তাদের ফেরত নিয়ে যায় বিএসএফ।
ঘটনাটি বুধবার (২৮ মে) রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চান্দারচর সীমান্তের।
স্থানীয়রা জানান, বুধবার রাত ১০টার দিকে উপজেলা সদর ইউনিয়নের চান্দারচর এলাকার আন্তর্জাতিক সীমানা ১০৬৪ পিলারে কাছে গেট খুলে ৮-১০জন মানুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
এ সময় টহলরত বিজিবি সদস্যরা ও এলাকাবাসী বাধা ও চিৎকার করলে (ককটেল) সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে ওই লোকজনদের ফিরে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনায় সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। তবে এ ঘটনার বিষয়ে কথা বলতে রাজি হয়নি টহলরত বিজিবি সদস্যরা।
কেকে/এআর