নারায়ণগঞ্জে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের কার্যক্রম শুরু হচ্ছে। সে সম্পর্কে সচেতনামূলক প্রচারনা ও জরিপ চলাকালীন অংশীজনদের করণীয় বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
সোমবার (১৯ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অবহিতকন সেমিনার অনুষ্ঠিত হয়।
ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতর ‘বলিসমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ প্রকল্পের আওতায় এ জরিপ কাজটি করবে।
আয়োজকরা জানান, দক্ষিণ কোরিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় ডিজিটাল পদ্ধতিতে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও উপজেলাগুলোতে ভূমি জরিপ কাজ চলছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে ভূমিসেবায় আরও গতি আসবে, কমবে ভূমি সংক্রান্ত জটিলতা।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সেমিনারটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক মো. সাইদুর রহমান। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের পরিচালক ও প্রকল্প পরিচালক মো. মোমিনুর রশিদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, অধিদফতরের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
কেকে/ এমএস