১৮ বছর পর নির্বাচনী এলাকায় ফিরে গণসংযোগে নেমেছেন নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
সোমবার (১৯ মে) দিনব্যাপী ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান।
এ সময় সঙ্গে ছিলেন তার সহধর্মিনী তামান্না ইয়াসমিন, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী প্রমুখ।
এ সময় তিনি বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপি জনগণের পাশে আছে এবং আগামীদিনেও থাকবে। আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করছি। আপনারা আমাদের পাশে থাকুন, আমরা ইনশাআল্লাহ জনগণের সরকার প্রতিষ্ঠা করবো’।
ডিমলা উপজেলায় দিনব্যাপী গণসংযোগ শেষে বিকালে তিনি জলাঢাকা উপজেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
প্রসঙ্গত, প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বিএনপির চেয়ার পার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে। এক এগারোর সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। দীর্ঘ ১৮ বছর তিনি গত ২২ এপ্রিল দেশে ফিরেন। সে সময়ের ঢাকায় দায়ের হওয়া একটি মামলায় ২৯ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করেন। পরে ৮ মে জামিনে মুক্ত হন।
কেকে/ এমএস