নীলফামারীর ডিমলায় সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৮ বছর পর নিজ নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষ্যে সংবর্ধনার আয়োজন করে উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রোববার (১৮ মে) বিকালে উপজেলা শহরের ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে ওই গণসংবর্ধনা প্রদান করা হয়।
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক ওই সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা সিক্ত হন। এ সময় তার বক্তৃতায় বলেন, ‘এই গণসংবর্ধনা আমার জন্য এক বিরাট সম্মানের বিষয়। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন, তা আমি চিরদিন মনে রাখব। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষের মুক্তির একমাত্র পথ হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। আমরা সকলে মিলে সেই লক্ষ্যে কাজ করব’।
ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা দেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, বিশেষ বক্তা ছিলেন সাধারণ সম্পাদক জহুরুল আলম। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, ডিমলা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান প্রমুখ।
অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি রাহেদুল ইসলাম দোলন, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেপু, ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী, জিয়া পরিষদের আহ্বায়ক লুলু চৌধুরীসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বিএনপির চেয়ার পার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে। তিনি জেলা বিএনপির সভাপতি ছিলেন। এক এগারোর সরকারের সময়ে তিনি রাজনৈতিক রোষানলে পড়ে দেশ ত্যাগ করেন। এসময়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলায় সাজা হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে ফিরে ওই মামলায় ঢাকার একটি আদালতে আত্মসমর্পণ করেন। গত ৮ মে আদলত থেকে ওই মামলায় জামিন লাভ করে ১৭ মে নিজ জেলা নীলফামারীতে আসেন। এদিন তার আগম উপলক্ষ্যে দুপুরে জেলা বিএনপি এবং বিকালে ডোমার উপজেলা বিএনপি গণসংবর্ধনা প্রদান করে।
কেকে/ এমএস