শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: চব্বিশের স্মরণে ২৪ দফা ইশতেহার দেবে এনসিপি      রোববার শাহবাগ এলাকা এড়িয়ে চলার অনুরোধ      ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      
দেশজুড়ে
বড়পুকুরিয়া খনি শ্রমিকদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ মে, ২০২৫, ৬:১২ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

দিনাজপুরের একমাত্র ভূগর্ভস্থ কয়লাখনি বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিকদের সাব কন্টাক্ট বাতিল করে মূল ঠিকাদারের মাধ্যমে নিয়োগ দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন খনির ভূগর্ভস্থ শ্রমিকরা। ৭২ ঘণ্টার মধ্যে এই দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা।

রোববার (১৮ মে) বেলা ১১টায় খনির প্রধান গেটে বিক্ষোভ মিছিল করেন ভূগর্ভস্থ খনি শ্রমিকরা। মিছিল শেষে সংবাদ সম্মেলন করে তাদের দাবি উত্থাপন করেন তারা।

বিক্ষোভ মিছিল শেষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রমিক নেতা শহিবুল ইসলাম বাবু। লিখিত বক্তব্যে তিনি শ্রমিকদের দুরাবস্থার কথা তুলে ধরে বলেন, আমরা খনির অভিজ্ঞ শ্রমিক। ৫/৭ বছর থেকে খনিতে কর্মরত আছি। আমাদের অন্য কোন সরকারি চাকুরিতে প্রবেশের বয়সও নেই। আমরা জীবনের ঝুঁকি নিয়ে ১৪০০ ফিট মাটির নিচে গিয়ে কাজ করি। চুক্তি অনুযায়ী কোন শ্রমিক দুর্ঘটনার শিকার হলে তার পরিবার আর্থিক ক্ষতি পূরণ পাবে। কিন্তু চুক্তির মেয়াদ ৫ মাস বাঁকি থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান জেএসএমই কোন ক্ষতিপূরণ দিবেনা বলে সাফ জানিয়ে দিয়েছে। তাহলে আমরা জীবনের ঝুঁকি কী করে কাজ করব।

তিনি আরো বলেন, বড়পুকুরিয়া খনির কারণে তাদের বাড়ি ঘর, ফসলি জমি, কর্মসংস্থান সব ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার ২০ গ্রামের বাসিন্দাদের প্রত্যেক পরিবার থেকে খনিতে চাকুরি দেয়ার কথা থাকলেও তাদেরকে কিছু কিছু পরিবারে চাকুরি দেওয়া হয়েছে। তবে তাদের কে মূল ঠিকাদার সিএমসি এক্সএমসির সাথে নিয়োগ না করে সাব কন্ডাক্টর জেএসএমই এর সাথে নিয়োগ করা হয়। জেএসএমই এর চুক্তির মেয়াদ শেষ হবে ৪/৫ মাস পর। এরই মধ্যে গত ৬ মে ঠিকাদারী প্রতিষ্ঠান জেএসএমই ভূগর্ভস্থ শ্রমিকদের জীবন ঝুঁকির কোনো দায় নেবে না বলে জানিয়ে দেয়। এ ঘোষণার পর থেকে খনির ১৭৪ জন শ্রমিক কর্মবিরতি পালন করছে। কিন্তু খনি কর্তৃপক্ষ এখনো শ্রমিকদের সঙ্গে কোনোরকম আলোচনা না করে আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছেন বলে অভিযোগ করেন শ্রমিকরা।

এ সময় তারা জেএসএমই এর সাথে সাব কন্টাক্ট বাতিল করে মূল ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি এক্সএমসি কনসোর্টিয়ামের মাধ্যমে নিয়োগের দাবি করেন। আগামী ৭২ ঘন্টার মধ্যে খনি কর্তৃপক্ষ কোন উদ্যোগ না নিলে কঠোর আন্দোলন করা হবে বলে ঘোষণা করেন তারা।

এ বিষয়ে জানতে খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খনির মূল ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি সিএমসি তাদের কাজের কিছু অংশ জেএসএমই কে সাব কন্টাক্ট দিয়েছে। তাদের কাজ ছিলো ভূগর্ভে টানেল তৈরি করা। এই কাজ আর মাত্র ছয় মাস বাঁকি আছে। কাজ শেষ হলে ওই ঠিকাদারের চাইনিজ কর্মীরাও চলে যাবে। এই শ্রমিকদের যেহেতু কাজ শেষ তাহলে কিভাবে তারা কাজ করবে। তারপরও আমরা তাদেরকে বাঁকি কাজ শেষ করতে বলেছি। যেহেতু তারা অভিজ্ঞ পরবর্তীতে নতুন কোন সুযোগ হলে অবশ্যই তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম সরকার জানান, মূল ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি এক্সএমসি তাদের কাজের কিছু অংশ জেএসএমই কে সাব কন্টাক্ট দিয়েছে। এই কাজের কোন মেয়াদ হয়না। কাজ শেষ হলেই শেষ। শ্রমিকদের দুর্ঘটনার ক্ষতিপূরণের বিষয়ে তিনি বলেন, ক্ষতি পূরণ দেয়া হবেনা শ্রমিকদের এই দাবি সত্য নয়। কাজ করতে এসে কেউ দুর্ঘটনার শিকার হলে অবশ্যই ক্ষতিপূরণ পাবে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  বড়পুকুরিয়া   খনি শ্রমিক   আল্টিমেটাম  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

অন্যায়ের সমাজ ভেঙে নতুন সমাজ গড়াই আমাদের কাজ
ধামরাইয়ে শিশুকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার
বাঞ্ছারামপুরের প্রভাবশালী আ.লীগ নেতা পঁচা দেলু গ্রেফতার
বাংলাদেশ কৃষি ব্যাংকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিএনপির নেতৃত্বে সমৃদ্ধ রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ কাজ করতে হবে

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরের প্রভাবশালী আ.লীগ নেতা পঁচা দেলু গ্রেফতার
সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন গ্রেফতার
মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় ২জনের মৃত্যু
চাটমোহরে ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
‘শিল্পীর দূরদৃষ্টিতে ফেলনা বলতে কিছু নেই’

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close