কালাইয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ষাঁড় গরু বিতরণ
মো. মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট)
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৬:৫৩ পিএম

জয়পুরহাটের কালাই উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে সুফলভোগীদের মাঝে ষাঁড় গরু বিতরণ করা হয়েছে।
সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় শনিবার (১৭ মে) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
উক্ত কর্মসূচিতে মোট চারজন সুফলভোগী পরিবারের মাঝে একটি করে ষাঁড় গরু বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কেকে/এএম