জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ ঘটেছে।
শুক্রবার (১৬ মে) বিকালে রাজধানীর গুলিস্তানে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে ১৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে তারিকুল ইসলামকে আর সদস্য সচিব মনোনীত হয়েছেন জাহেদুল ইসলাম। মুখ্য সংগঠকের পদে এসেছেন ফরহাদ সোহেল।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে শীর্ষ তিন নেতার নাম ঘোষণা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আর অন্যদের নাম ঘোষণা করেন যুবশক্তির সদস্য সচিবের দায়িত্ব পাওয়া জাহেদুল ইসলাম।