ঝালকাঠি কাঁঠালিয়ার আমুয়া বন্দরে মারধর ও মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন করেছে তৃতীয় লিঙ্গ (হিজরা) একাংশ।
শুক্রবার (১৬ মে) সকালে কাঁঠালিয়ার আমুয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনকারীদের অভিযোগ, কাঁঠালিয়া উপজেলার দুই ব্যক্তি মান্নান ও আলী নিজেদের হিজড়া দাবি করে প্রকৃত হিজড়াদের মামলা, মারধরসহ বিভিন্নভাবে হয়রানি করে আসছে।
আমরা হয়রানি থেকে রক্ষা এবং শাস্তির দাবি জানাই। এতে বক্তব্য রাখেন, তৃতীয় লিঙ্গ (হিজড়া) শিল্পী আক্তার, সুমি আক্তার, সুন্দরি, সাথি আক্তার
কেকে/এএস