গাছের আম পাড়া ও মাটি কাটার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুর পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ গ্রামে সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন ৩ জন।
বৃহস্পতিবার (১৬ মে) রাত ৯টায় কুষ্টিয়ার দৌলতপুর পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে।
থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নতুন আমদহ গ্রামের ফজলুল হকের ছেলে নাসিম (৩০), আব্দুল আজিজের ছেলে মনির (৩৬) ও মঞ্জুর (৪০), নাসিমের স্ত্রী সিনহা (২৮), আব্দুল আজিজের ছেলে মজনু (৪৫), ফজলুল হকের মেয়ে ফারহানা (২৪), মজনু’র স্ত্রী ঠান্ডা খাতুন (৪৫) ও মঞ্জুরের স্ত্রী পলি পারভিন (৩৮) বৃহস্পতিবার রাত ৯টার দিকে গাছের আম পাড়া ও মাটি কাটার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আব্দুল মজিদের স্ত্রী জরিনা খাতুন (৬২), ছেলে রুমি মন্ডল (৩৫) ও রুমি মন্ডলের স্ত্রী হাসি খাতুন (২৬) কে দেশীয় অস্ত্র হাসুয়া ও লাঠি দিয়ে মারপিট করে মারাত্মকভাবে আহত করে।
এ সময় জরিনা খাতুনের গলায় থাকা ১২ আনির সোনার চেইন ও জরিনা খাতুনের ছেলে রুমি মন্ডলের স্ত্রী হাসি খাতুনের গলা থেকে ৮ আনির সোনার চেইনসহ নগদ ৭২ হাজার টাকা ছিনতাই ও লুটপাটের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। আহতদের ভাষ্যমতে তাদের লাঠিসোটা বাটাম ও হাঁসুয়া দিয়ে আঘাত করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত দৌলতপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
তদন্তকারী কর্মকর্তা দিঘলকান্দি পুলিশ ক্যাম্পের (আইসি) এসআই চিরঞ্জীত জানান, আমি ঘটনাস্থলে গিয়েছি, জরিনা খাতুন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। মাথায় গুরুতর জখম হয়ে ভর্তি হয়েছেন তিনি। তার মাথায় ৫টা সেলাই দেওয়া হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল জানান, লিখিত অভিযোগ পেয়েছি, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কেকে/এএস