বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      
দেশজুড়ে
মঙ্গলবাড়িয়ার লিচুর দাম আকাশছোঁয়া, কীটনাশক ব্যবহারের অভিযোগ
হারিছ আহমেদ, কিশোরগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৫:০৩ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

গ্রীষ্মকাল মানেই ফলের বাহার, আর সেই বাহারে অন্যতম জনপ্রিয় ও রসালো ফল হলো লিচু। ফলটির স্বাদ মিষ্টি, রসালো ও সুগন্ধি হওয়ায় ছোট-বড় সবারই খুব প্রিয়।

লিচু বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় ও চাষযোগ্য একটি ফল। বিশেষ করে দিনাজপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধা অঞ্চলের পর এবার জনপ্রিয় হয়ে উঠেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়ার লিচু। মঙ্গলবাড়িয়ার লিচু খুবই বিখ্যাত। এই লিচু একসময় স্থানীয় বাজারগুলোর চাহিদা পূরণ করে দেশের সিলেট, সুনামগঞ্জ, গাজীপুর ও রাজধানীতে পাওয়া গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে মঙ্গলবাড়িয়ার লিচুর দাম এখন আকাশছোঁয়া। 

তবে আকারে বড় ও আকর্ষণীয় করতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের অভিযোগ রয়েছে চাষীদের বিরুদ্ধে।

সরেজমিনে মঙ্গলবাড়িয়ার লিচু বাগানগুলো ঘুরে দেখা যায়, চড়া দাম আর সাধ্যের বাইরে হওয়ায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা লিচুপ্রেমীরা পছন্দের ফল না কিনেই ফিরতে হচ্ছে নিজ গন্তব্যে।

এদিকে জেলা শহরের বাজারগুলো ঘুরে কোনো ফলের দোকানে মঙ্গলবাড়িয়ার লিচু পাওয়া যায়নি।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, কয়েক বছর আগে মঙ্গলবাড়িয়ার লিচু বাজারে পাওয়া যেত। কিন্তু ব্যাপারীরা মালিকদের কাছ থেকে গাছ কিনে নেওয়ায় এই লিচু এখন আর বাজারে আসে না। চড়া দামে কিনে সেই লিচু বিক্রি করা সম্ভব না। বাহিরের লিচুর দাম যেখানে ২শ’ টাকা থেকে ৩শ’ টাকা সেখানে মঙ্গলবাড়িয়ার লিচুর দাম ৮শ’ থেকে ১২শ’ টাকা। যার ফলে সাধারণ ক্রেতারা এ লিচু কিনতে পারছে না। আর এখন রপ্তানি লোভে মঙ্গলবাড়িয়ার লিচু পাওয়া যায় না। লিচু কিনতে গেলে বাগান মালিকরা লিচু বাহিরে রপ্তানি করবে বলে মজুদ করে রাখে।

লিচু ব্যবসায়ী তৌহিদ মিয়া জানান, ‘এ বছর লিচুর ফলন ভালো হয়েছে। একসময় এই লিচু মাথায় করে জেলা শহরসহ সিলেট, সুনামগঞ্জ ও ঢাকায় নিতে হত। এখন ভাইরাল হওয়ায় মানুষ সরাসরি বাগানে চলে আসে। অন্য অঞ্চলের থেকে মঙ্গলবাড়িয়ার লিচুর স্বাদ ও চাহিদা বেশি তাই লিচুগুলোর দাম একটু বেশি। আর আমরা কৃষি অফিসেরর নিয়ম অনুযায়ী কীটনাশক ব্যবহার করেছি। কীটনাশক ব্যবহার না করলে পোকার আক্রমনে একটা লিচুও গাছে থাকবে না, সব ঝরে পড়বে।’

পাকুন্দিয়া উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ নূর-ই আলম বলেন, ‘মঙ্গলবাড়িয়া গ্রামে প্রায় ৫ হাজারের বেশি লিচুগাছ রয়েছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর ফলন ভালো হয়েছে। কীটনাশক ব্যবহারে আমরা লিচু চাষীদের বারবার সর্তক করেছি। আমরা কৃষকদের লিচু সংগ্রহের ১৫-২০ দিনে পূর্বে স্প্রেটা করতে বলেছি। যার ফলে সেই ফলটা খেলে কোনো ক্ষতি হবে না।’

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  মঙ্গলবাড়িয়ার লিচু   দাম আকাশছোঁয়া   কীটনাশক ব্যবহারের অভিযোগ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় বীজ বিক্রিতে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
শ্রীপুরে ইভটিজিং ইস্যুকে কেন্দ্র করে স্কুলছাত্রের ছুরিকাঘাত, আহত ৬
শেখ হাসিনার আইনজীবী হিসেবে না লড়ার সিদ্ধান্ত জেডআই খান পান্নার
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি
মোহনপুরে বিএসটিআই লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানকে জরিমানা

সর্বাধিক পঠিত

ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close