পাকিস্তান এবং ভারতের মধ্যে বিদ্যমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টরেন্টো, রোম এবং লন্ডনগামী ফ্লাইট সমুহের সময়সূচি পূন:নির্ধারন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ মে) থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর টরেন্টো, লন্ডন এবং রোম ফ্লাইট সমূহের ফ্লাইটের নির্ধারিত সময়সূচি নিম্নরুপ:
ঢাকা-টরেন্টো ফ্লাইট বিজি ৩০৫/৩০৬:
ঢাকা থেকে প্রস্থান ভোর ০৩:০০ মিনিটের পরিবর্তে ভোর ০৩:৪৫ মিনিট। টরেন্টো থেকে প্রস্থান অপরিবর্তিত।
ঢাকা লন্ডন ফ্লাইট বিজি২০১৯/২০২: বুধ, শুরু, শনি, রোববার
ঢাকা থেকে প্রস্থান সকাল ০৭:০০ মিনিটের পরিবর্তে সকাল ০৭:৪০ মিনিটে। লন্ডন থেকে প্রস্থান অপরিবর্তিত।
ঢাকা লন্ডন ফ্লাইট বিত্তি ২০১/২০২: বৃহস্পতিবার।
ঢাকা থেকে প্রস্থান সকাল ০৮:১০ মিনিটের পরিবর্তে সকাল ০৮:৫০ মিনিট।
লন্ডন থেকে প্রস্থান অপরিবর্তিত।
ঢাকা রোম ফ্লাইট বিজি ৩৫৫/৩৫৬:
ঢাকা থেকে প্রস্থান সকাল ১০:৪৫ মিনিটের পরিবর্তে সকাল ১১:৩০ মিনিট। রোম থেকে প্রস্থান অপরিবর্তিত।
সম্মানিত যাত্রীদের নির্ধারিত সময় অনুসারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর চেক-ইন কাউন্টারে রিপোর্ট করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
কেকে/এআর