জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি তালহা ইসলামকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (১৪ মে) জমিয়তের অফিসিয়াল ফেসবুক পেজে দলটির অফিস সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মুফতি তালহার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি এবং একইসঙ্গে সভাপতির নির্দেশে ঘটনা তদন্তে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন— কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন এবং কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত মুফতি তালহা ইসলামের ওপর কোনো সাংগঠনিক দায়িত্ব অর্পণ করা হবে না।
কেকে/এআর