শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে রাতের আধারে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করেছে বিজিবি।
বুধবার (১৪ মে) দুপুরে মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের আদালতে পাঠায় পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার ভারত সীমান্তঘেঁষা বুরুঙ্গা পোড়াবাড়ী এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের পর এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদরের কোদালকাটি এলাকার আবুল হোসেনের পুত্র আয়াতুল্লাহ(৪৫), চর আলাতলী এলাকার কালুর পুত্র দুলাল উদ্দিন(৩১) ও একই এলাকার আ. বাসিরের পুত্র শাহাবুল(২১)।
বিজিবি ও পুলিশ সূত্র জানা যায়, গ্রেফতারকৃত ৩ বাংলাদেশি অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং সেখানে তারা জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার ভারত সীমান্তবর্তী বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে তারা। বিজিবি টহল টিম তাদের আটক করে থানায় হস্তান্তর করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে ভারতীয় রুপি, মোবাইল ফোন এবং বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।
কেকে/এজে