মুন্সীগঞ্জে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে জনসংযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মুন্সীগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তির আয়োজনে প্রবাসী, কৃষক, মৎস্যজীবী, শ্রমিক, আলেম, পুরহিতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসন আতাউল গনি ওসমানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তির সহকারী পরিচালক আলী আকবর, মহিলা অধিদপ্তরের উপপরিচালক আলেয়া বেগম।
সেমিনারে বক্তারা বলেন, প্রবাসীরা বিদেশ কীভাবে যাবেন প্রশিক্ষণ নেবেন ও কোনো দালাল ছাড়া সরকারিভাবে যাবেন সেই বিষয়ে আলোচনা করেন তারা।
কেকে/এএস