গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের ধাক্কায় আব্দুল মজিদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে টঙ্গীর বনমালা হায়দ্রাবাদ ব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
নিহত আব্দুল মজিদের পিতার নাম মৃত খাজা মহিউদ্দিন। তিনি টঙ্গীর মরকুন পশ্চিম পাড়া এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে নগরীর বনমালা হায়দরাবাদ ব্রিজ সংলগ্ন এলাকায় রেললাইনে অসতর্ক অবস্থায় হাঁটছিলেন বৃদ্ধ আব্দুল মজিদ। এ সময় ঢাকাগামী জয়দেবপুর কমিউটার ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে রেলওয়ে পুলিশ।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, প্রতিবেশী স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেকে/এএম