বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কুমিল্লায় দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে গতকাল মধ্যরাতে পুলিশের একটি দল জেলার তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের আসামিদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্যাহ।
গ্রেফতারকৃত হলেন, তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের মৃত করিম আলীর ছেলে শাহ আলম সরকার ও জসিম উদ্দিনের ছেলে রুবেল। শাহ আলম কড়িকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও রুবেল কড়িকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সদস্য।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ উল্যাহ ওসি বলেন, দুজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তিতাস থানার মামলার এজাহারভুক্ত আসামি। আসামিদের বসতবাড়ি থেকে আটক করা হয়। আজ তাদের কুমিল্লায় আদালতে পাঠানো হয়েছে।
কেকে/এএম