হবিগঞ্জের বাহুবলে ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে কটাক্ষমূলক মন্তব্য করায় রামজিত রবি দাস (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে রোববার (১১ মে) তাকে বাহুবল মডেল থানায় নেওয়া হয়।
রামজিত রবি দাস উপজেলার রশিদপুর চা বাগানের চামারি টিলার বাসিন্দা সরন রবি দাসের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, রামজিত তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। দুপুরে রশিদপুর বাজারে লোকজন জড়ো হয়ে তার গ্রেফতার ও শাস্তির দাবি জানায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহুবল থানার কামাইছড়া ফাঁড়ির ইনচার্জ এসআই এখলাছুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে পুলিশ রামজিতকে দারাগাঁও চা বাগান এলাকা থেকে আটক করে থানায় নিয়ে যায়।
এসআই এখলাছুর রহমান বলেন, আটকের পর তাকে থানায় রাখা হয়েছে এবং এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক।
রশিদপুর বাজার কমিটির সভাপতি হারুনুর রশিদ জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
কেকে/এএম