গাজীপুরের মাস্টারবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রোভার পল্লী স্কাউট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এতে দুপুর নাগাদ উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মে রাত ১০টার দিকে জয়দেবপুর চৌরাস্তা থেকে মাস্টারবাড়ি অভিমুখে চ্যাম্পিয়ন পরিবহনের একটি বাসে উঠেছিল একাদশ শ্রেণির শিক্ষার্থী সিয়াম (১৯)। বাসের হেলপারের সঙ্গে হাফ ভাড়ার বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হেলপার তাকে ধাক্কা দিলে সে চলন্ত বাস থেকে পড়ে যায়। এরপর পেছন থেকে আসা একটি অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়।
নিহত সিয়াম গাজীপুর সদর উপজেলার বাউপাড়া গ্রামের বাসিন্দা এবং রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
শনিবার (১০ মে) সকাল সাড়ে ১০টার পর থেকে শিক্ষার্থীরা মাস্টারবাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নেয়। দুপুর ১২টায় পর্যন্ত তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশেই শত শত যানবাহন আটকে পড়ে।
সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহমেদ বলেন, বাসের হেলপারের ধাক্কায় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীরা সড়কে নেমে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত করতে চেষ্টা চলছে।
জয়দেবপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, ঘটনার পরপরই নিহত সিয়ামের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে ধরতে অভিযান চলছে।
কেকে/এএম