শনিবার, ১০ মে ২০২৫,
২৭ বৈশাখ ১৪৩২
বাংলা English

শনিবার, ১০ মে ২০২৫
শিরোনাম: নিষিদ্ধ হলো আ.লীগের সকল রাজনৈতিক কার্যক্রম      আ. লীগ নিষিদ্ধে সুনির্দিষ্ট রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা      জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ      আওয়ামী লীগ নিষিদ্ধে এক ঘণ্টা সময় দিলেন হাসনাত      আমরা কোনো দলকে নিষিদ্ধের পক্ষে না: জি এম কাদের      আওয়ামী লীগ নিষিদ্ধের আলোচনা করতেই জরুরি বৈঠক      দেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না: ফখরুল       
গ্রামবাংলা
কলেজ শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ৪:৩৬ পিএম

গাজীপুরের মাস্টারবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রোভার পল্লী স্কাউট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এতে দুপুর নাগাদ উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মে রাত ১০টার দিকে জয়দেবপুর চৌরাস্তা থেকে মাস্টারবাড়ি অভিমুখে চ্যাম্পিয়ন পরিবহনের একটি বাসে উঠেছিল একাদশ শ্রেণির শিক্ষার্থী সিয়াম (১৯)। বাসের হেলপারের সঙ্গে হাফ ভাড়ার বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হেলপার তাকে ধাক্কা দিলে সে চলন্ত বাস থেকে পড়ে যায়। এরপর পেছন থেকে আসা একটি অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়।

নিহত সিয়াম গাজীপুর সদর উপজেলার বাউপাড়া গ্রামের বাসিন্দা এবং রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

শনিবার (১০ মে) সকাল সাড়ে ১০টার পর থেকে শিক্ষার্থীরা মাস্টারবাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নেয়। দুপুর ১২টায় পর্যন্ত তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশেই শত শত যানবাহন আটকে পড়ে।

সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহমেদ বলেন, বাসের হেলপারের ধাক্কায় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীরা সড়কে নেমে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত করতে চেষ্টা চলছে।

জয়দেবপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, ঘটনার পরপরই নিহত সিয়ামের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে ধরতে অভিযান চলছে।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ হলো আ.লীগের সকল রাজনৈতিক কার্যক্রম
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় জামায়াত নেতার মৃত্যু
ফ্যাসিস্টের পতনে ভারতের মাথা খারাপ হয়েছে: শফিকুল আলম
ফুলবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ অটোচালক গ্রেফতার
জবাবদিহিতা নিশ্চিত করতে ক্ষমতার ভারসাম্য দরকার: জুনায়েদ সাকি

সর্বাধিক পঠিত

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে গণশুনানি
চাঁদাবাজদের দৌরাত্ম্যে অতিষ্ঠ পূর্বাচল প্লট মালিকরা
জবাবদিহিতা নিশ্চিত করতে ক্ষমতার ভারসাম্য দরকার: জুনায়েদ সাকি
পোরশায় বর্গাচাষিদের ওপর দুর্বৃত্তদের হামলা, আটক ২
আওয়ামী লীগ নিষিদ্ধের আলোচনা করতেই জরুরি বৈঠক

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close