‘বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্পের অর্থায়নে প্রায়োগিক মাঠ পরীক্ষণে ব্যবহৃত বোরো ধানের জাত ‘বিনা ধান২৪, বিনা ধান২৫ এবং ব্রি ধান-১০০’ এর অধিক প্রচার, প্রসার ও সম্প্রসারণের লক্ষ্যে কৃষিতে সম্পৃক্ত স্থানীয় কৃষকদের নিয়ে মাঠ দিবসে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) বিকালে উপজেলার রায়েদ ইউনিয়নের হাইলজোর এলাকায় এ মাঠ দিবস পালন করা হয়।
মাঠ দিবসের আয়োজন করেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ও আঞ্চলিক গবেষণা কেন্দ্র।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. আবুল কালাম আজাদ- মহাপরিচালক বিনা ময়মনসিংহ, বিশেষ অতিথি ড. ফাহমিনা ইয়াসমিন- পিএসও এবং প্রধান উদ্ভিদ প্রজনন বিনা ময়মনসিংহ, ড. মাহবুবুল আমল তরফদার- বিনা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প, ড. আশিকুর রহমান -বিনা গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প, মো. মতিন বিশ্বাস - অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুর প্রমূখ।
মাঠ দিবসে নতুন ধানের জাত ও ‘বিনা ধান২৪, বিনা ধান২৫ এবং ব্রি ধান-১০০’ বোরো ধানের সম্প্রসারণ ও প্রচার ও প্রসারের ধারণা দিয়েছেন অতিথিরা।
এছাড়া কৃষিতে সম্পৃক্ত শতাধিক স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস