চাঁদপুরের মতলব উত্তরে বিএনপির কমিটিতে তৃণমূলকে অবহেলা করে ‘পকেট কমিটি’ গঠনের আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। এ প্রেক্ষাপটে ছেংগারচর পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আগামী রোববার (১২ মে) ছেংগারচর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) বিকালে এ কর্মসূচিকে সফল করতে ছেংগারচর পৌর বিএনপি কার্যালয়ে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা তৃণমূলের মতামত ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানিয়ে বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে যারা দমন-পীড়ন, হামলা-মামলার শিকার হয়েছেন, রাতের আঁধারে বাড়ি ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হয়েছেন— তাদের বাদ দিয়ে কোনো কমিটি গঠিত হলে তা মেনে নেওয়া হবে না।
এ সময় নেতারা বলেন, মতলব উত্তর ও দক্ষিণ বিএনপির অবিভাবক ছিলেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা। তার হাতে গড়া সংগঠন ও রাজনৈতিক ঐতিহ্যকে যারা ধ্বংসের চেষ্টা করবে, তাদের কঠিন মূল্য দিতে হবে।
বক্তারা আরও জানান, মরহুম নুরুল হুদার যোগ্য উত্তরসূরী এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নেতৃত্বে মতলবের বিএনপি আজও ঐক্যবদ্ধ রয়েছে। তার নেতৃত্বেই তৃণমূলের প্রত্যাশা পূরণ ও সংগঠনের শক্তিশালী ভিত্তি গড়ে তোলার লক্ষ্যে সবাই একযোগে কাজ করে যাচ্ছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আবদুল মান্নান লস্কর, ছেংগারচর পৌর বিএনপির সহসভাপতি বোরহান ফরাজী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্ল্যা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, পৌর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর ওলি উল্লাহ দর্জি, গিয়াস উদ্দিন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জমির হোসেন, পৌর মৎস্যজীবী দলের সভাপতি তমিজ উদ্দিন বেপারী, পৌর তাঁতীদলের সভাপতি আবুল হোসেন, পৌর তাঁতীদলের সাধারণ সম্পাদক সোলেয়মান প্রধান।
এছাড়া আরো বক্তব্য রাখেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী, পৌর কৃষক দলের সভাপতি জাকির হোসেন, ছেংগারচর পৌর বিএনপি নেতা হান্নান লস্কর, উপজেলা শ্রমিক দলের ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফ আখন, পৌর বিএনপি নেতা আল আমিন মোল্লা, কলাকান্দা ইউনিয়ন যুবদলের নেতা ও ইউপি সদস্য সাইদুর রহমান শিবলু, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, শাহ আলম সরকার, মানিক মোল্লা, স্বপন মোল্লা, গাজী ইকবাল হোসেন, মানিক সরদার, উজ্জল ভূঁইয়া, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিদয় মিয়াজী, পৌর ছাত্রদল নেতা মো. জুম্মন হোসেন, নুরে আলম নিজুম প্রমুখ।
সভা থেকে ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
কেকে/এজে