বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫,
৬ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
শিরোনাম: গাজা সিটি দখলে অভিযান শুরু ইসরায়েলের, নিহত ৮১      গ্যাস সংকটে ঝুঁকিতে বিনিয়োগ-রফতানি      মনোনয়নপত্র জমাদানে উৎসবমুখর পরিবেশ      ভারতে আ.লীগের কার্যক্রম বন্ধের আহ্বান, অভিযোগ অস্বীকার নয়াদিল্লির      দেশি মাছের প্রজাতি রক্ষা করতে হবে: মৎস্য উপদেষ্টা      জুলাইয়ে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির হার ২৫ শতাংশ       গতি বাড়াতে সমন্বয় টিমের মাধ্যমে কাজ করতে চাই: সমাজকল্যাণ সচিব      
দেশজুড়ে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
হত্যাচেষ্টা মামলার আসামি আহত হিসেবে পেলেন সরকারি অনুদান
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৮:৫৫ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় জুলাই অভ্যুত্থান হত্যাচেষ্টা মামলার আসামি এক আওয়ামী লীগ নেতাকে আন্দোলনে আহত হিসেবে অনুদান দিয়েছে গজারিয়া উপজেলা প্রশাসন। এ সংক্রান্ত কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, জুলাই অভ্যুত্থানে আহত, দুস্থ, প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৮ মে) সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।

খবর নিয়ে জানা যায়, অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থান আহতদের সরকারি অনুদানের চেক প্রদান করা হয়। এ সময় জুলাই গণআন্দোলনের ঘটনায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলার আসামি হয়েও আহত হিসেবে অনুদানের চেক পান বাদল বেপারী নামে একজন। অনুদান পাওয়া বাদল বেপারী গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া গ্রামের কালু বেপারীর ছেলে বলে জানা গেছে। দলীয় কোনো পদ পদবি না থাকলেও তিনি একজন একনিষ্ঠ আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সীগঞ্জে দায়ের করা ৪৩২/২০২৫ হত্যাচেষ্টা মামলার ১২৮ নাম্বার আসামি তিনি।

এদিকে তাকে অনুদান দেওয়ার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। কিভাবে বাদলের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হলো তার তদন্ত দাবি করেছেন তারা।

স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম বলেন, আপনারা অনুদান দিচ্ছেন ভালো কথা কিন্তু অনুদানের টাকা কারে দিলেন? প্রকৃত আহত ব্যক্তিরা অনুদানের টাকা না পাওয়ায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি গজারিয়া উপজেলা প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার জন্য অনুরোধ করছি।

এ ঘটনায় সংক্ষুব্দ জহিরুল ইসলাম নামে একজন বলেন, সে কীভাবে টাকা পায়? সে কোথায় আন্দোলন করেছে? কারা তার নাম দিয়েছে সবকিছুর জন্য জবাবদিহি করতে হবে।

বিষয়টি সম্পর্কে তার বক্তব্য জানতে বাদল মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

বিষয়টি সম্পর্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, এরকম তো হওয়ার কথা নয়। বিষয়টি নিয়ে আমি জেলা প্রশাসকের সাথে কথা বলব। আমি খোঁজখবর নিয়ে দেখছি। যদি ঘটনা এরকমই ঘটে আপনারা রিপোর্ট করেন।

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, এ তালিকা করার কাজে আমরা সংশ্লিষ্ট ছিলাম না। আমরা শুধুমাত্র তালিকা ধরে অনুদানের চেক বিতরণ করেছি। তালিকায় নাম থাকা কারো ব্যাপারে যদি আপত্তি থাকে বিষয়টি খতিয়ে দেখা হবে।

বিষয়টি সম্পর্কে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, এরকমটা হওয়ার কথা নয় তারপরও বিষয়টি আমি খতিয়ে দেখছি। এ বিষয়ে আমি একটি তদন্ত কমিটি করে দিচ্ছি।

কেকে/এএম
আরও সংবাদ   বিষয়:  হত্যাচেষ্টা মামলা   আসামি   সরকারি অনুদান   জুলাই অভ্যুত্থান  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাটখিলে বৃক্ষ রোপণ
গুরুদাসপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, পাহাড়ধসের শঙ্কা
মুন্সীগঞ্জে ধাক্কায় ট্রলার ডুবে মাঝি নিখোঁজ, বাল্কহেডসহ আটক ৪
চীন গেলেন সেনাপ্রধান

সর্বাধিক পঠিত

স্যুটার মান্নান হত্যা মামলার আসামি জুয়েল আটক
গতি বাড়াতে সমন্বয় টিমের মাধ্যমে কাজ করতে চাই: সমাজকল্যাণ সচিব
নীলসাগর গ্রুপের ‘ডোর টু ডোর’ প্রকল্পের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক
নওগাঁয় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close