খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে নারী-শিশুসহ অন্তত ৬৬ জন ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন।
বুধবার (৭ মে) ভোররাতে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।
জানা গেছে, ভারতের গুজরাট রাজ্যের মুসলিম সম্প্রদায়ের এসব মানুষকে বিএসএফের সদস্যরা সীমান্তে এনে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। অনুপ্রবেশকারীদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।
স্থানীয় সূত্র ও প্রশাসনের তথ্য অনুযায়ী, মাটিরাঙ্গার শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন, তাইন্দং আচলং দিয়ে ১৫ জন এবং পানছড়ির লোগাং সীমান্ত দিয়ে আরো ২৪ জন বাংলাদেশে প্রবেশ করেন।
শান্তিপুরের স্থানীয় বাসিন্দা আলী আহাং জানান, ভারতের গুজরাট এয়ারপোর্ট থেকে আরতলা হয়ে ত্রিপুরা সীমান্ত দিয়ে গভীর রাতে তাদের বাংলাদেশে পুশ করা হয়। তারা সরাসরি গোমতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে হাজীপাড়া গ্রামের আবুল মেম্বারের বাড়িতে এসে আশ্রয় নেন।
অনুপ্রবেশকারীদের বরাতে জানা গেছে, গুজরাটে তাদের পরিবারের পুরুষ সদস্যদের আগেই ধরে নিয়ে যাওয়া হয়। এরপর একদিনের মধ্যে ড্রেজার দিয়ে তাদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়। পরে নারীদেরও আটক করে সীমান্তে পাঠিয়ে দেওয়া হয়।
তারা অভিযোগ করেন, ভারতীয় নিরাপত্তা বাহিনী তাদের মোবাইল ফোন, অর্থ ও অন্যান্য মালামাল কেড়ে নিয়েছে। শুধু গায়ে থাকা কাপড়েই তারা সীমান্ত অতিক্রম করেন।
স্থানীয়রা খবর দিলে বিজিবির ৪০ ব্যাটালিয়নের পলাশপুর জোনের আওতাধীন শান্তিপুর বিওপি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অনুপ্রবেশকারীদের নিরাপত্তার দায়িত্ব নেন।
খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় থেকে সর্বশেষ পাওয়া তথ্যে বলা হয়েছে, বুধবার সকাল পর্যন্ত মোট ৬৬ জন ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি নিয়ে বিজিবি ও স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে।
কেকে/এএম